Page 68 - Jolpai Bishad Payra_Neat
P. 68
আমার একটা শরীর, চারবদদ্ক কযদ্ত চায়
একটা পথ কসাজা আমাদ্ক বনদ্য় উদ্িবছল পাহাড় চূড়ায়,
অথিা আবমই বক পথদ্ক বনদ্য় কদবিদ্য়বছ পাহাড়?
আবম কযসি পদ্থ যাই না িা কযদ্ত চাই না তারাও ডাদ্ক
আবম যাই, যাই না, আিার বগদ্য় বেদ্র আবস।
আবম কয ককাথাও যাই না আমার পা জাদ্ন
তথাবপ িযিথা হয়, মলম লাগাই,
রাস্তা ও পদ্থর তোত িুঁবজ।
ঘদ্র আবস। চার, পাঁচ অথিা বতন কদয়াদ্লর ঘর,
আয়না রাবি না, বনঃসঙ্গ ঘদ্রর আয়না কিহায়া আর বিহ্বল হয়
িাদুদ্ড়র মদ্তা শদ্ব্দ শদ্ব্দ কসলে কপাদ্ট্র্তট কবর।
তারপর ঘদ্রর কভতদ্র কযসি দরজা কদিা যায়না কসসি িুদ্ল বদদ্ল
ঘর, বিছানা, িাবলশ, আদদ্রর কিড়াল সি পথ হদ্য় যায়।
আবম কয কচরৌরাস্তার কমাদ্ড় এদ্স দাঁড়াই, কসিাদ্ন কিবশক্ষি দাঁড়াদ্না যায় না।
ককাথাও না ককাথাও কযদ্ত হয়।
এবদদ্ক আমার একটা শরীর, চারবদদ্ক কযদ্ত চায়।
64 জলপাই বিষাদ পায়রা