Page 32 - BENGALI_SB53_Acts1
        P. 32
     কিন্তু কি হবে
                   মহান হিলেলের       সে নিজের ঘাম এবং রক্তে   যদি এই যীশু… আবার
                  সম্মানিত নাতি গুরু   মারা গেল৷ তোরা কি বলে না   জীবিত হয়ে ওঠে?
                    গমলীয়েল৷         যে, “গাছে টাঙানো ব্যক্তি   কেউ কি মৃতদের মধ্য থেকে
                                         অভিশপ্ত?”         পুনরুত্থিত হতে পারে না ভেবে
                                                           আমরা কি পুনরুত্থানের প্রতি
                                                           আমাদের বিশ্বাসকে উচ্চস্বরে
                                                             স্বীকার করতে পারি?
                আমি আপনার
              চরণতলে বসে পাঁচ বছর
              শিক্ষা গ্রহণ করেছি৷
         আপনি শিক্ষা
        দিয়েছেন যে তোরাই
         হলো পথ, সত্য,
           জীবন৷    এমনকি আমরা দু’জনেই
                সেই গালীলের লোকটিকে বলতে শুনেছি,   আমাদের অনেক লোক,
                “আমিই পথ, সত্য এবং জীবন; আমার   আমাদের কয়েকজন নেতা
               মাধ্যমে না এলে কেউ পিতার কাছে যেতে   এমনকি মরে যাওয়া মানুষটিকে অনুসরণ
                      পারে না৷          করার জন্য আমাদের ত্যাগ করেছে!
                 আঃ! সে প্রথম   তাহলে সে কোথায়?
                স্থানে মারা যায় নি৷  কী হলো তার দেহের?
                                       তাঁর শিষ্যরা
                                     সেটি চুরি করেছে!
                                                  তুমি কি মনে যে সেই দুর্বল
                                               কাপুরুষরা সশস্ত্র রোমান প্রহরীদের উপর
                                                 শক্তি প্রয়োগ করেছিল এবং সেই
                                                   পাথরটিকে সরিয়ে ছিল?
             শিষ্যদের বাড়িঘর এবং
            গ্রামাঞ্চল মন্দিরের রক্ষী
           দ্বারা লুণ্ঠন করা হয়েছে। আর
             কোন দেহ পাওয়া যায়নি!
                                                                              আমি ইতিমধ্যে এটি
                                                                             অনেক বার শুনেছি! আমি
                                                                              আর শুনতে চাই না!
     30 30





