Page 22 - BENGALI_SB56_Acts4
P. 22
পৌল, এত অল্প
সময়ের মধ্যে
তুমি কি আমাকে
খ্রীষ্টিয়ান করতে
চাও?
সময় অল্প হোক
বা বেশি, আমি শুধু
আপনাকেই চাই না বরং
যাঁরা আমার কথা
শুনছেন তাঁদের … এই বন্দিদশা
সবাইকেই চাই ... বাদে আমি চাই
সকলে যেন আমার
মত হয়।
এ যদি কৈসরের
কাছে আবেদন না করত জুলিয়াস নামে একজন শতসেনাপতি পৌল ও অন্যান্য
তবে সে মুক্তি পেত। বন্দীদের নিয়ে রোমের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য
একটি জাহাজে উঠলেন।
আমাদের থীষলনিকীয়ার ভাই আরিষ্টার্খের
সাথে আমিও জায়গা পেলাম।
জুলিয়াস পৌলের প্রতি সদয় ছিলেন ...
আমরা কৈসরিয়া থেকে সিদোনে রওনা হয়েছিলাম
পরে প্রবল ঝড়ের ফলে সাইপ্রাসের কাছ দিয়ে
যাত্রা করে ম্যুরায় পৌঁছেছিলাম।
আমাদের যেখানেই পারতাম
সেখানেই উপকূল রেখাগুলি
ধরে চলতে লাগলাম।
… তাঁকে জাহাজে অবাধে
চলাফেরা করতে অনুমতি দিলেন।
20 20 প্রেরিত 26:28-32, 27:1-5