Page 32 - BENGALI_SB56_Acts4
P. 32

পৌল স্থানীয় ইহুদি নেতাদের তাঁর কাছে ডেকে ছিলেন।
         ভাইয়েরা,
         আমি আমাদের   রোমানরা আমাকে
      লোকদের বা আমাদের   মুক্তি দিতে চেয়েছিল,
      রীতিনীতিগুলির বিরুদ্ধে   কিন্তু কিছু ধর্মীয় নেতারা
        কিছুই করি নি।  আপত্তি জানিয়েছিলেন।

                                                    আমরা আপনার
                                                     মতামত শুনতে
                                                     ইচ্ছুক ...
                                                             ... সর্বত্র লোকেরা
                                                            খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের
                                                             বিরুদ্ধে কথা বলে।

          বিপুল সংখ্যক লোক তাঁর বাড়িতে এসেছিল এবং তিনি তাদেরকে ঈশ্বরের রাজ্য সম্পর্কে বলেছিলেন
           এবং মোশির বিধি ও ভাববাদীদের বিধি থেকে তাদের যীশুর  বিষয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন।
                কিছুজন বিশ্বাস করল এবং কিছুজন করল না।

                       তারা পৌলের এই শেষ
                       কথা শুনে চলে গেল ...






                          পবিত্র আত্মা ঠিকই
                        বলেছিলেন যখন তিনি ভাববাদী
                        যিশাইয়ের মাধ্যমে বলেছিলেন,
                          “ইহুদিদের বল...”







             “তোমরা শুনবে এবং দেখবে কিন্তু বুঝতে পারবে না, কারণ তোমাদের হৃদয়
              কঠিন হয়ে গিয়েছে এবং তোমাদের কান আর শুনতে পায় না এবং তোমরা   সুতরাং আমি চাই যে
              বাক্যর প্রতি চোখ বন্ধ করে রেখেছ, কারণ তোমরা দেখতে ও শুনতে চাও    আপনারা যেন বুঝতে পারেন যে
                না এবং বুঝতে চাও না এবং যদি আমি তোমাদের সুস্থ করি তাই     ঈশ্বরের এই পরিত্রাণ এখন
                        আমার কাছে ফিরতে চাও না৷”                         অইহুদিদের জন্যও - এবং তারা
                                                                            এটি গ্রহণ করবে।


















           পৌল পরের দু’বছর তাঁর ভাড়া বাসায়
         থাকলেন এবং যারা তাঁকে দেখতে আসত তাদের
          সবাইকে স্বাগত জানাতেন এবং তাদেরকে
         ঈশ্বরের রাজ্য ও প্রভু যীশু খ্রীষ্টের বিষয়ে
         দৃঢ়তার সাথে বলতেন; এবং কেউই তাঁকে বাধা
              দেওয়ার চেষ্টা করেনি।







     30 30                                  প্রেরিত 28: 17-31
   27   28   29   30   31   32   33   34   35   36   37