Page 21 - BENGALI_SB54_Acts2
P. 21
ইস্রায়েলের প্রথম রাজার যে নাম ছিল সেই একই
নাম শৌলের থাকার জন্য তিনি গর্বিত ছিলেন। পৌল যখন তাঁর হত্যার চক্রান্তটি জানতে পারলেন,
তখন তাঁর বন্ধুরা তাঁকে ঝুড়ি করে শহরের দেওয়াল
উপর দিয়ে নামিয়ে দিল।
এখন, তিনি নিজেকে পৌল বলে পরিচয় দিতে শুরু
করলেন যার অর্থ “ছোট” বা “নম্র।”
আমাদের প্রভু
আমাদের শত্রুদের ক্ষমা
করতে বলেছেন, কিন্তু
তিনি কি সত্যিই চান যেন
আমরা এই ব্যক্তির উপর
নির্ভর করি?
পিতর এবং তার জেলেদের
যখনই দরকার পরে তখন তাদের
হাতের জোর কোথায় যায়?
--এবং যে ইহুদিরা যীশুর বিষয়ে তাঁকে প্রচার করতে
শুনলো তারাও রেগে গেল৷ পৌল কারও কাছেই সেই
রকমভাবে পরিচিত ছিলেন না!
একি জেরুজালেমের সেই
ব্যক্তি নয় যে যীশুতে
বিশ্বাসী তাদের কারাগারে
ফেলেছিলেন?
সে এসেছে যাতে এই
শিক্ষাগুলি আর ছড়িয়ে
পড়তে না পারে!
এখন সে তা নিজে
থেকেই প্রচার করছে?
তাকে অবশ্যই চুপ
করানো উচিত!
প্রেরিত 9:20-25প্রেরিত 9:20-25 19 19