Page 22 - BENGALI_SB54_Acts2
P. 22

দামাস্কাস থেকে রক্ষা পাওয়ার পরে, পৌল আরবিয়তে  চলে গেলেন, যেখানে
        তিনি বেশিরভাগ একা ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং ঈশ্বরই তাঁর শিক্ষক ছিলেন
                         ।
                   এখানে তিনি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন
                 এবং খ্রীষ্টে তাঁর বিশ্বাসে বৃদ্ধি পেয়েছিলেন।











                                                              তারপরে তিনি দামাস্কাসে ফিরে এসেছিলেন এবং তাঁর মন
                                                              পরিবর্তনের তিন বছর পরে পৌল জেরুশালেমে গিয়েছিলেন।





















          আমরা সকলেই
        জানি যে তার্ষের শৌল
        স্তিফান এবং অগণিতদের
          প্রতি কি মন্দ কাজ
            করেছিল।                                                           সমস্ত লোকের মধ্যে,
                                                                             প্রথমে আমারই ক্ষমা করা
                                                                                উচিত --
                                                                               -- আমি প্রভু যীশুকে
                                                                              তিনবার অস্বীকার করার
                                                                               পরেও  তিনি আমাকে
                                   আমরা বহু বছর আগে                            সম্পূর্ণ ক্ষমা করে
                                  তাঁর মন পরিবর্তনের বিষয়ে                     দিয়েছিলেন --
                                 শুনেছি, তবে আমরা তখন থেকে
                                  এ বিষয়ে খুব কমই শুনেছি।
                                                                             -- তবুও আমি তোমার
                                      হঠাৎ তিনি আমাদের                        মতামত জানতে চাই
                                      অনুমোদন চান। আমরা                         যাকোব৷
                                      কীভাবে তাকে বিশ্বাস
                                         করতে পারি?


                                      পিতর, যাকোব, যোহন -
                                       আপনারা সবাই শুনুন!
                                              আমি পৌলের
                                             সাথে ছিলাম! তাঁর
                                             পরিবর্তন আসল!

                                          তাঁর নিজের মুখ
                                        থেকেই আমি শুনেছি “যীশুকে
                                        বিশ্বাস করার মাধ্যমে,
                                       অনন্ত জীবন পাওয়া যায়।”



                               যার কাছে পবিত্র
                              আত্মা নেই সে কি এমন
                               কথা বলতে পারে?
     20 20                          গালাতীয় 1:11-12, 15-18; প্রেরিত 9:26; মথি 26:74
   17   18   19   20   21   22   23   24   25   26   27