Page 5 - BENGALI_SB54_Acts2
P. 5
স্তিফান শাস্ত্র থেকে
প্রচার করছিলেন।
কিছু লোক মনোযোগ সহকারে
শুনছিল, কিন্তু বেশিরভাগ
নেতাই অবজ্ঞার সঙ্গে তাদের
দাঁতে দাঁত ঘষতে লাগলো।
স্তিফান, আব্রাহামের প্রতি ঈশ্বরের আহ্বান, ইসাহাকের
বিষয়ে তাঁর প্রতিজ্ঞা এবং যোষেফের মাধ্যমে মিশরে তাঁর
কাজের বিষয়ে বললেন।
তারপরে তিনি, মোশির মাধ্যমে ঈশ্বরের
লোকদের উদ্ধারের কথা বর্ণনা করলেন
“প্রভু মোশিকে বলেছিলেন,‘আমি মিশরে আমার লোকদের
উপর অত্যাচার দেখেছি- আমি তাদের মুক্ত করতে এসেছি।’
“মোশি মিশরে আশ্চর্য ও অলৌকিক কাজ করেছিলেন,
লোহিত সাগরকে বিভক্ত করেছিলেন এবং প্রান্তরে
চল্লিশ বছর ঈশ্বরের লোকেদের দেখাশোনা
করেছিলেন৷”
সে কি এমন মনে
করছে যে আমরা
শাস্ত্র জানি না?!
এই মোশিই ইস্রায়েলের
লোকদের বলেছিলেন, “ঈশ্বর তোমাদের
জন্য আমার মত একজন ভাববাদীকে নিজের
লোকদের থেকে উত্থাপন করবেন।”
প্রেরিত : - 3 3