Page 6 - BENGALI_SB54_Acts2
P. 6
স্তিফান, অবাধ্যতা, বিজয়যাত্রা এবং ইস্রায়েলের সিংহাসনে
দায়ূদের উত্থানের বিষয়ে কথা বলছিলেন।
এ মন্দিরের
বিরুদ্ধে কথা
দায়ূদের পুত্র
শলোমান ঈশ্বরের জন্য বলছে!
একটি মন্দির তৈরি
করেছিলেন।
যদিও
সর্বশক্তিমান হাতে
তৈরি ঘরে বাস
করেন না।
ভাববাদী বলেছেন,
“স্বর্গ আমার সিংহাসন এবং
পৃথিবী আমার
পা রাখার স্থান৷
প্রভু বলেছেন,
তোমরা আমার জন্য কেমন ঘর
তৈরি করবে...আমার হাত কি এই
সমস্ত জিনিস তৈরি করে নি?”
মন্দিরটি ঈশ্বরের
বাসস্থান! তুমি ঈশ্বর
নিন্দা করছ!
হঠাৎ, স্তিফানের মনোযোগ যীশুর মৃত্যুর দিকে গেল,
এবং মেষশাবক সিংহ হয়ে উঠল।
কঠোর লোকেরা! তোমরা সর্বদা
পবিত্র আত্মাকে বাধা দাও!
তোমরা অথবা তোমাদের
পূর্বপুরুষরা তাড়না করেনি এমন
কোন ভাববাদী ছিল?
তুমি কি দেখছ?
স্তিফান যুক্তি দিয়েছিলেন যে ইস্রায়েল যেমন বুঝতে
পারেনি যে তাদের উদ্ধারকর্তা মোশি আসলেই কে ছিলেন —
- তারাও যীশুকে তাদের একমাত্র
উদ্ধারকর্তা হিসাবে মেনে নেয়নি!
4 4 প্রেরিত 7:38-51