Page 4 - BENGALI_SB55_Acts3
P. 4
সুসমাচার ছড়িয়ে পড়ার সাথে সাথে যীশুর
বাক্য লোকেদের জীবন বদলে দিল৷
বার্নাবাস এবং পৌল, বার্নাবাসের খুড়তুত ভাই যোহন
মার্ককে সঙ্গে করে অন্তীয়খিয়ায় ফিরে গেলেন৷
অন্তীয়খিয়ার মন্ডলীর নেতাদের মধ্যে
গ্রীক এবং আফ্রিকাবাসী ছিল৷
উপবাসের সময় তারা ঈশ্বরের পৌল ও বার্নাবাস যোহন মার্কের সাথে সাইপ্রাসের
উদ্দেশ্যে যাত্রা করলেন৷
এই কথা শুনতে পেল:
নতুন কাজের জন্য
বার্নাবাস ও পৌলকে
আলাদা কর৷
যখন তাঁরা রাজা
যীশুকে বিশ্বের কাছে
প্রচার করে তখন, প্রভু,
তাদের রক্ষা করুন এবং
তাদেরকে পরিচালনা
করুন!
বার্নাবাসের নিজের শহর সালামীতে, ইহুদিদের
সমাজ-ঘরগুলিতে গিয়ে তাঁরা সুসমাচার প্রচার করলেন৷
পৌলের শাস্ত্রে দক্ষতা এবং তিনি একজন ফরীশী হিসাবে বহু
বছর পরিচিত হওয়ার জন্য তারা তাঁকে স্বাগত জানাল৷
2 2 প্রেরিত 13:1-5