Page 8 - BENGALI_SB55_Acts3
P. 8
যীশুর মাধ্যমে আমরা
ক্ষমা ও পাপ থেকে মুক্তির
বার্তা প্রচার করি৷
আমাদের ভাল আচারব্যবহার
আমাদের রক্ষা করতে পারে না,
কিন্তু ঈশ্বরের অনুগ্রহ এবং
বিশ্বাসের উপহার তা পারে৷
অনেক লোক সেই উপহার গ্রহণ করেছে,
তাদের পাপ স্বীকার করেছে এবং ঈশ্বরের
সন্তান হয়েছে!
পৌল এবং বার্নাবাসকে আবার কথা
বলার জন্য আমন্ত্রণ জানানো হলো৷
পরের সপ্তাহের শেষে, ভিড়ের কারণে ধর্মীয় নেতারা হিংসা করতে লাগলো৷
তোমরা নিজেদের
কি মনে কর যে, আমাদের
উপাসনা ঘরে তোমরা সমস্যা
নিয়ে আসছ?!
এই লোকেরা জানে
না যে তারা কী বিষয়ে কথা
বলছে৷
এরা আপনাদের
ভ্রান্ত করতে ও
ঠকাতে এসেছে!
আমরা প্রথমে আপনাদেরই কাছে
ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি৷
আপনারা যেহেতু এটি প্রত্যাখ্যান
করেছেন, তাই আমরা অইহুদিদের
কাছে বাক্য প্রচার করব৷
যিশাইয় মশীহের বিষয়ে
বলেছিলেন, “আমি তোমাকে
অইহুদিদের জন্য আলোর মত
বানিয়েছি, যাতে তুমি পৃথিবীর শেষ
প্রান্ত পর্যন্ত পরিত্রাণ পেতে
পারে৷”
যীশু এবং প্রেরিতরা সকলেই ইহুদি ছিলেন৷ অইহুদিরা
যখন সুসমাচার শুনলেন যে, যীশু তাঁদের জন্যও মারা
গিয়েছেন তাঁরা কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন!
তারা ঈশ্বরের বাক্যকে সম্মান জানিয়েছিল এবং
অনন্ত জীবনের জন্য যাদের মনোনীত করা হয়েছিল
তারা প্রত্যেকেই বিশ্বাস করেছিল৷
6 6 প্রেরিত 13:45-48